সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু কাল 

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪০, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৪১, ১ এপ্রিল ২০২১
সংসদের দ্বাদশ অধিবেশন শুরু কাল 

জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

ঢাকা (৩১ মার্চ): একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে। এ অধিবেশন ৩ কার্যদিবস চলতে পারে। খবর বাসস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাদকতা রয়েছে। 

সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়