সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

গণপরিবহনে ভাড়া কাল থেকে ৬০ শতাংশ বাড়বে 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৮, ৩০ মার্চ ২০২১  
গণপরিবহনে ভাড়া কাল থেকে ৬০ শতাংশ বাড়বে 

ফাইল ফটো

ঢাকা (৩০ মার্চ): আগামিকাল বুধবার থেকে দেশের সকল গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়বে। গণপরিবহনে যাত্রী অর্ধেক নেওয়া সাপেক্ষে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন। একইসঙ্গে এই বিষয়ে গণপরিবহন মালিক শ্রমিকদের কঠোর হওয়ার আহবান জানান। 

তিনি করোনা সংক্রমণ বেড়ে যাওয়াার প্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দিয়ে পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, এমনকি জনসমাগম সীমিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ওবায়দুল কাদের বলেন, এখন থেকে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যেকোনো কার্যক্রম বাইরে করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালনের আহবান জানান তিনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়