বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিমানের কলকাতা ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৯, ৯ নভেম্বর ২০২০  
বিমানের কলকাতা ফ্লাইট স্থগিত

ছবি: ফাইল ফটো

ঢাকা (৯ নভেম্বর): বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১২ই নভেম্বর বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সূত্রে জানা গেছে।

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না জানালেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও কারণ হিসেবে উল্লেখ করেন অনেকে।
 
প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবর থেকে ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়