সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার
 
							সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, নূর মিরপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।
২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনৈতিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি একজন খ্যাতিমান অভিনেতা। তিনি ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। 
সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
 
				





















