সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ফেসবুক কবে চালু হবে বলা যাচ্ছে না: বিটিআরসি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৭, ২৯ মার্চ ২০২১   আপডেট: ২৩:৪৮, ২৯ মার্চ ২০২১
ফেসবুক কবে চালু হবে বলা যাচ্ছে না: বিটিআরসি

ছবি: বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রন কমিশনের লোগো

ঢাকা (২৯ মার্চ): সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক শুক্রবার থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ ফেসবুক খোলা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কোন তথ্য দিতে পারেনি বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)। 

বিটিআরসি সোমবার বিবিসিকে বলেছে, ফেসবুক কবে তা খুলে দেয়া হবে তা 'বলা যাচ্ছে না'।

ফেসবুকের পক্ষ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশে 'একাধিক সেবা সীমিত করার' বিষয়ে তারা অবগত আছে। 'বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে' এবং আশা করছে যে, 'দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে'।

তবে এর দুদিন পরেও পরিস্থিতির কোন অগ্রগতি হয়নি। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা কোন আপডেট পাচ্ছেন না। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

ফেসবুক ও ইন্টারনেট সেবা কেন ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও টিআরসি'র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে'। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়