রোববার

৩১ আগস্ট ২০২৫


১৬ ভাদ্র ১৪৩২,

০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে গৌতম আদানির চিঠি

ডেস্ক নিউজ || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৪  
বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে গৌতম আদানির চিঠি

সংগৃহিত

 ডেস্ক নিউজ : বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ ৮০০ মিলিয়ন ডলার পাবে ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি পাওয়ার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা। আর এই বকেয়া টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে।

ওই চিঠিতে গৌতম আদানি বলেন, ‘আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি।’

বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয়, তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্যও অনুরোধ করছেন গৌতম আদানি।

একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালনব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে জানিয়ে চিঠিতে তিনি বলেন, ‘আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি।’

গৌতম আদানি বলেন, তার কোম্পানি রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্যতেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখছে। দেশটির কর্তৃপক্ষ, স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পান, তিনি তার প্রশংসা করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়