সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে ১২টিই হবে পাতাল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৯, ২৯ মার্চ ২০২১  
মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে ১২টিই হবে পাতাল

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৯ মার্চ): মেট্রোরেল রুট-৬ প্রকল্পের নির্মাণকাজের ৬১.৩৩ ভাগ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে ১২টিই হবে পাতাল।  

সোমবার মেট্রোরেল রুট-৫ এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ-মাহা সুহ্।

সেতুমন্ত্রী বলেন, গাবতলী হতে দাশেরকান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রোরেল রুট-৫: সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়নসহ টেন্ডার সহায়তার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ডিএমটিসিএল এবং ফ্রান্সের  ইজিআইএস রেলে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২০ হতে ৩০ জুন ২০২৩ পর্যন্ত।

প্রায় ২৮৬ কোটি টাকার চুক্তিপত্রে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং পরামর্শ প্রতিষ্ঠান ইজিআইএস রেলের অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ প্যাসকেল লিগনার্স নিজনিজ পক্ষে স্বাক্ষর করেন বলে তিনি উল্লেখ করেন।

ওবায়দুল কাদের বলেন, উড়াল ও পাতাল সমন্বয়ে গাবতলী হতে শুরু হয়ে টেকনিক্যাল-কল্যাণপুর-শ্যামলী-আসাদগেট-রাসেল স্কয়ার-কারওয়ান বাজার-হাতিরঝিল পশ্চিম-তেজগাঁও-নিকেতন-আফতাবনগর-দাশেরকান্দি হয়ে বালিরপাড় পর্যন্ত মেট্রোরেল রুট-৫ এর সাউদার্ণ অংশটি হবে প্রায় সাড়ে ১৭ কিলোমিটার দীর্ঘ। এর প্রায় সাড়ে চার কিলোমিটার এলিভেটেড এবং প্রায় তের কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড। এছাড়া ১৬টি স্টেশনের মধ্যে বারোটিই হবে পাতাল।

রাজধানীর যানজট নিরসনে তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প মেট্রোরেল রুট-৬ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে ডিপোর অভ্যন্তরে রেল লাইন বসানোর কাজ সম্পন্নের পাশাপাশি উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ভায়াডাক্টের উপর রেললাইন স্থাপনে ট্র্যাক প্লিন্থ কাস্টিংও শেষ হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে জাপানের কারখানায় রুট-৬ এর জন্য ছয়টি যাত্রীবাহী কোচ সম্বলিত পাঁচটি মেট্রো ট্রেন সেট নির্মিত হয়েছে। জাপান থেকে সমুদ্রপথে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট শীঘ্রই মংলা বন্দরে পৌঁছবে। আগামি ২৩ এপ্রিল নাগাদ মেট্রো ট্রেন সেট উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ডিএমটিসিএল ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়