Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত : প্রণয় ভার্মা

শুক্রবার

২০ জুন ২০২৫


৬ আষাঢ় ১৪৩২,

২৩ জ্বিলহজ্জ ১৪৪৬

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৪  
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত : প্রণয় ভার্মা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বরাবরের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। ঢাকা-দিল্লি আগের মতোই কাজ করে চলছে। চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভর্মা বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেছেন। তবে তারা খুব দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবে।

অপর এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশার বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়ে কোনো সমস্যা নেই।

বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে জোরালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি খাতসহ কিছু বড় প্রকল্পে তারা কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়