স্বাধীনতা দিবসে নিহতের ঘটনায় সরকার দায়ী: ফখরুল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: জাতয়ি প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৯ মার্চ): স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে এবং গত তিন দিনে ব্রাক্ষণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামে মানুষের যে প্রাণ গেল এর জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এজন্য এই সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। এই রক্তের ঋণ শোধ করতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। পূর্বঘোষিত এই সভা গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে মানুষ হত্যার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, সরকার খুব পরিকল্পিতভাবে অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের মানুষের আশা-ভরসা শেষ করে দিয়েছে। পরিকল্পিতভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে।
ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এইভাবে কখনো একটি দেশ চলতে পারে না। স্বাধীনতার ৫০ বছর পরে জনগণের আশা আকাঙ্খাকে পদদলিত করে কখনোই এই আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই চলে যেতে হবে।
পরিকল্পিতভাবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পেটুয়াবাহিনীতে পরিণত করেছে। এই সরকারকে অবশ্যই চলে যেতে হবে। আজকে সময় এসেছে। খবরের কাগজে দেখলাম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের এই সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে, অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক। ভালো কথা। আমরাও চাই প্রতিবেশীদেও সঙ্গে সম্পর্ক সুন্দও হোক, সুষ্ঠু হোক। কিন্তু এখন পর্যন্ত তিস্তা পানি চুক্তি হয়নি, সীমান্তে হত্যাকান্ড বন্ধ হয়নি।
তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এটা আছে কিনা আমার জানা নেই যে, একটা সভ্য দেশে শুধুমাত্র বর্ডার ক্রস করার জন্য গুলি করে হত্যা করা হয়। এর জন্য বিচার ব্যবস্থা থাকতে পারে কিন্তু গুলি করে হত্যা করার বিধান আছে বলে আমার জানা নেই।
মির্জা ফখরুল বলেন, আপনাদের শুধু এটা বলতে চাই, এই সরকারকে রেখে জনগণের যে আশা আকাঙ্খা, স্বাধীনতা রক্ষা করতে পারব না। দেশনেত্রী খালেদা জিয়াকে এই সরকারের চক্রান্তের ফলে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে। তাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। তারেক জিয়া নির্বাসিত আছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে প্রতিটি বিকৃত সরকারকে যেভাবে পদত্যাগ করতে হয়েছে, আপনাদেরকে একইভাবে বিদায় নিতে হবে।