সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আজ পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৮:৫০, ২৯ মার্চ ২০২১
আজ পবিত্র শবে বরাত

ছবি:সংগৃহীত

 

ঢাকা ( ২৯ মার্চ): ধর্মীয় মর্যাদায় আজ সোমবার দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদতের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য এই মর্যাদাপূর্ণ রাতে অশেষ রহমতের দরজা খুলে দেন

ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি করে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান খয়রাত, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা এবং অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা করে মোনাজাত করবেন

করোনাভাইরাসের কারণে গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি তাই ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়