শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৭, ২৩ আগস্ট ২০২৪  
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল সেনাবাহিনী

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্য তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হয়েছে।  আজ শুক্রবার (২৩ আগস্ট) গণম্যাধমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়, সম্প্রতি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এসব অর্থ প্রদান করা হয়।

বন্যাকবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালযয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৪টি। এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়