শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:২২, ২৩ আগস্ট ২০২৪  
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। একে অপরের সঙ্গে যে সম্পর্ক, সেটা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতাকে কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ আগস্ট) বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান ফখরুল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়