সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

নয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৯০৮, মৃত্যু ৩৫

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২০, ২৮ মার্চ ২০২১  
নয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৯০৮, মৃত্যু ৩৫

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা (২৮ মার্চ): মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৫ জন। এনিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো আট হাজার ৯০৪ জন। 

আর একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে তিন হাজার ৯০৮ জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। 

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো  স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। এর আগে শনিবার দেশে আরও ৩ হাজার ৬৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৯ জন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়