শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৩, ১৯ আগস্ট ২০২৪  
এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই রুলের বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন হাইকোর্ট।
 
২০২৩ সালের ৩১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
 
দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম (তিনি দলটির যুগ্ম আহ্বায়ক), আব্দুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমদ ভূঁইয়া।

এর আগে দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়