সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫০, ২৮ মার্চ ২০২১  
হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

ছবি: বঙ্গবন্ধু এভিনিউ থেকে বের করা যুবলীগের হরতাল বিরোধী মিছিল, সংগৃহীত

ঢাকা (২৮ মার্চ): হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সরকার দলীয় নেতা কর্মীরা  বিভিন্ন্ স্থানে অবস্থান নেয়। পাশাপাশি হরতাল বিরোধী মিছিল সমাবেশ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরো পয়েন্টে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল থেকে ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় দফায় দফায় মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এছাড়া শাহবাগে অবস্থান নিয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা হরতালবিরোধী শ্লোগান দেয়। 

সকাল থেকে মালিবাগ এলাকা, রেলক্রসিং ও রামপুরা সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা। এছাড়াও হরতাল বিরোধী মিছিল হয়েছে মিরপুর, উত্তরা, তেজগাঁও এলাকায়। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়