বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:১৪, ৭ আগস্ট ২০২৪  
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

ইতোমধ্যে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন এলাকা। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এ সময় মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়