বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৭, ৫ আগস্ট ২০২৪  
ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ ৯ জনের মৃত্যু

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ঘটছে। এতে গুলিবিদ্ধ নয়জন নিহত হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতরা হলেন:  যাত্রাবাড়ী এলাকার রাসেল (২৮), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), অজ্ঞাত (২৭), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০), ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের সামনে একটি ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত (২৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত নয়জন মারা গেছেন। এছাড়া ৭৮ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে নয়জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবাই গুলিবিদ্ধ।

এছাড়া গত রোববার (৪ আগস্ট) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আশিকুর রহমান (১২) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়