রোববার

২৮ ডিসেম্বর ২০২৫


১৪ পৌষ ১৪৩২,

০৭ রজব ১৪৪৭

আজ ও কাল ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৯, ২৬ জুলাই ২০২৪  
আজ ও কাল ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা

সংগৃহিত


নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার ও পরের দিন আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার জেলায় কারফিউ শিথিল থাকবে। এ জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী। অন্য জেলায় কারফিউর বিষয়ে সিন্ধান্ত নেবে জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার ধানমন্ডির বাসায় বৈঠক করেন।

বৈঠকের পর রাত ১২টার দিকে মন্ত্রী সাংবাদিকদের জানান, যারা প্রকৃত দোষী তারা ধরা না পড়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত শুক্রবার সারা দেশে কারফিউ জারি করা হয়। সহিংসতা নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করার জন্য নামানো হয় সেনাবাহিনী। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করায় কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি সব অফিস আদালত। খোলা হয়েছে কলকারখানা-দোকানপাট।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়