রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

নরেন্দ্র মোদি নিয়ে আসছেন ১২ লাখ ডোজ ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ২৫ মার্চ ২০২১   আপডেট: ২০:০২, ২৫ মার্চ ২০২১
নরেন্দ্র মোদি নিয়ে আসছেন ১২ লাখ ডোজ ভ্যাকসিন

ছবি: বিবিসি থেকে সংগৃহীত

ঢাকা (২৫ মার্চ): বাংলাদেশের জন্যে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি আগামিকাল শুক্রবার বাংলাদেশ সফরে আসার সময় এ টিকা নিয়ে আসবেন।

স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকারিভাবে এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে।’

এদিকে বিবিসির এক রিপোর্টে বৃহস্পতিবার বলা হয়েছে, ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিগগির তাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।’

তিনি আরও জানান, ভ্যাকসিন সরবরাহকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সরকারকে এ বিষয়ে কিছু জানায়নি।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ সম্পর্কে বলেন, ‘ভ্যাকসিন শিপমেন্টের বিষয়ে শেয়ার করার মতো কোনো আপডেট আমাদের কাছে নেই।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়