রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

মোদীর সফরে অমিমাংসিত সমস্যার সমাধান হবে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৩, ২৪ মার্চ ২০২১  
মোদীর সফরে অমিমাংসিত সমস্যার সমাধান হবে: জি এম কাদের

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি)

ঢাকা (২৪ মার্চ): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে দুদেশের মধ্যকার অমিমাংসিত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে বুধবার এক বিবৃতিতে তিনি এ আশা প্রকাশ করেন। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে গোলাম কাদের বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সাথে একাত্ততা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মাঝে এসে এ দেশবাসীকে আরও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখলেন। 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথেই স্বরণ করে যাবে। কারণ, আমরা একটি কৃতজ্ঞ জতি। ভারত শুধুমাত্র একটি বন্ধুপ্রতীম রাষ্ট্রই নয়-ওই দেশের জনগণের সাথে রয়েছে এ দেশের জনগণের গভীর আত্মিক সম্পর্ক। আমরা ভারতের সাথে সব সময় সু-প্রতিবেশী সূলভ আচরণ করে আসছি। 

কাদের আশা প্রকাশ করে বলেন, এই বন্ধন আগামিতে আরও সূদৃঢ় হবে। বিশেষ করে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে এ দেশের জনগণের সাথে ভারতের প্রধান অংশ গ্রহণে দুদেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরো জোরদার হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়