সোমবার

২০ মে ২০২৪


৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

১১ জ্বিলকদ ১৪৪৫

প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:১৯, ৮ মে ২০২৪  
প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৩৯ উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেলে চারটা পর্যন্ত। বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় (সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত) ভোট পড়েছে ১০ শতাংশ।

এ পর্যন্ত ভোট নিয়ে দেশের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আসেনি। তবে দেশের অনেক জায়গায় ভোটারদের সরব উপস্থিত থাকলেও কিছু জায়গায় অত্যন্ত কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে বেশিরভাগ ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় বৃষ্টি বাগড়ায় ভোটাররা কেন্দ্রে আসতে পারছেন না বলেও জানা গেছে।

১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। 

প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 

ইসির তথ্য অনুযায়ী, উপজেলায় দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ এই পর্বে ভোটাধিকার প্রয়োগ করবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়