শুক্রবার

১৪ নভেম্বর ২০২৫


৩০ কার্তিক ১৪৩২,

২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকার যেসব এলাকায় শনিবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:১২, ১৯ এপ্রিল ২০২৪  
ঢাকার যেসব এলাকায় শনিবার গ্যাস থাকবে না

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার কিছু সময়ের জন্য বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২০ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়