বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাজীপুরে ট্রেন-বাসের সংঘর্ষে নারী নিহত

গাজীপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৭, ৭ নভেম্বর ২০২০  
গাজীপুরে ট্রেন-বাসের সংঘর্ষে নারী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা (৭ নভেম্বর): গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাসযাত্রী নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান জানান, কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে ঢাকাগামী নীলসাগর ট্রেনটি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও গতির কারণে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অন্য চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই মান্নান আরও জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়