রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখী আঘাত হেনেছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২১, ১৪ মার্চ ২০২১   আপডেট: ০১:২৩, ১৪ মার্চ ২০২১
ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখী আঘাত হেনেছে

ছবি: শনিবার ঢাকাসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ছবিটি শনিরবার দৈনিক বাংলা মোড় থেকে তোলা, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১৩ মার্চ): ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী  আঘাত হেনেছে শনিবার। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া অদিপ্তরের সুত্রে এতথ্য জানা গেছে। 

আবহাওয়া অধিদপ্তর জানান, ঢাকায় ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।

এছাড়া ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলোয় ঢেকে যায় চারদিক।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়