শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

২৪ ঘণ্টায় যুক্তরাজ্য থেকে আসা ৬৯ জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৭, ১২ মার্চ ২০২১   আপডেট: ১৮:১৮, ১২ মার্চ ২০২১
২৪ ঘণ্টায় যুক্তরাজ্য থেকে আসা ৬৯ জন কোয়ারেন্টিনে

ছবি: হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর

ঢাকা (১২ মার্চ): যুক্তরাজ্য থেকে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আসা আরো ৬৯ জন যাত্রীকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। শুক্রবার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক শুক্রবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় (১১ মার্চ সকাল ৮টা থেকে ১২ মার্চ সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট পাঁচ হাজার ৫৫৮ জন দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ৬৯ জনকে আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

কোয়ারেন্টাইনে পাঠানো ৬৯ জনের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটে ৫ জন, কিউআর-৬৪০ ফ্লাইটে ১৯ জন, বিজি-২০২ ফ্লাইটে ২৫ জন, থ্রিএল-০৬৩ ফ্লাইটে একজন, ইওয়াই-২৩০ ফ্লাইটে ছয়জন, কিউআর-৬৩৮ ফ্লাইটে পাঁচজন এবং টিকে-৭১২ ফ্লাইটের ৮ জন রয়েছেন।

এ নিয়ে ১ ডিসেম্বর থেকে ১২মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্য থেকে ফেরত মোট দুই হাজার ৭৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হলো। করোনার শুরু থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়