শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

নতুন ধরনের করোনার জিনোম সিকোয়েন্সিং হচ্ছে: স্বাস্থ্য অধিদফতরের ডিজি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৬, ১০ মার্চ ২০২১   আপডেট: ০০:০৪, ১১ মার্চ ২০২১
নতুন ধরনের করোনার জিনোম সিকোয়েন্সিং হচ্ছে: স্বাস্থ্য অধিদফতরের ডিজি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম (ফাইল ছবি)

ঢাকা (১০ মার্চ): যুক্তরাজ্যের সঙ্গে মিল পাওয়া নতুন ধরনের করোনা নিয়ে ঢাকার ৩টি ল্যাবে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খুরশীদ আলম বলেন, মানুষের উদাসীনতার কারণে সংক্রমণ আবারো বাড়ছে। তিনি বলেন, প্রায় ৩ মাস আগে আবিষ্কৃত হয়েছিল একজনের মাধ্যমে, পাওয়ার পর আমরা কন্ট্রাক অ্যাসাইন করেছি। সেটার জন্যই হচ্ছে কিনা সেটার ব্যাপারে আমার কাছে তথ্য নেই। 

মহাপরিচালক বলেন, আমাদের আইইডিসিআর সজাগ আছে, তারা জিনোম সিকোয়েন্সিং করছে এবং আইসিডিডিআরবি করছে এবং সায়েন্স ল্যাবরেটরিও করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিকে সক্ষম করার জন্য চেষ্টা করছি ওটা যদি জিনোম সিকোয়েন্সিং করা যায় তাহলে সেটা বাড়িয়ে আনতে পারব।       

বাংলাদেশে এখন পর্যন্ত ৬ জনের শরীরে মিলেছে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে এবং এ নতুন ধরনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়