শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৪, ১০ মার্চ ২০২১   আপডেট: ০০:০৬, ১১ মার্চ ২০২১
কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন

কার্টুনিস্ট কিশোর (ফাইল ছবি)

ঢাকা (১০ মার্চ): নির্যাতনের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন জামিনে কারামুক্ত কার্টুনিস্ট কিশোর। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তিনি এ আবেদন করেন।

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বলেন, আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। আমি এ বিষয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতের কাছে মামলা নেয়ার আবেদন করেছি।

কিশোরের বড় ভাই আহসান কবির বলেন, কিশোরকে অজ্ঞাত ব্যক্তিরা ২০২০ সালের ২ মে বাসা থেকে তুলে নিয়ে যায়। তিন দিন নির্যাতনের পর তাকে ৫ মে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, কিশোরকে ২ মে কারা তুলে নিয়ে গিয়েছিল এবং পরবর্তী তিন দিন কারা নির্যাতন করেছিল, তা যেহেতু তারা জানেন না, তাই তারা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

আহসান কবির জানান, আদালত আবেদন গ্রহণ করেছেন এবং আদেশ দিতে দুদিন সময় নিয়েছেন।

কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আটকের পর কিশোরকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। আমরা আজ আদালতে হেফাজতে নির্যাতন আইনে মামলা নিতে আবেদন করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয় পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত। 

নিম্ন আদালতে ৬ বার আবেদন করে ব্যর্থ হয়ে ৩ মার্চ হাইকোর্টে জামিন পান কিশোর। পরদির তিনি ছাড়া পান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়