মিরপুরে বিআরটিসি বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।
তার মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।
সবশেষ সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের আগুনে পড়লো বিআরটিসির একটি যাত্রীবাহী বাস।