Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়: পিটার ডি হাস

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়: পিটার ডি হাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৩  
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়: পিটার ডি হাস

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আর কয়েকমাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে। আমরা, যুক্তরাষ্ট্র ঘোষণাকৃত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সমর্থন দিতে প্রস্তুত বলে জানান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এমনটাই জানান তিনি। এসময় পিটার হাস আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

পিটার ডি হাস বলেন,  বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে নির্বাচন করতে পারে, এই অঙ্গীকার সমর্থন করা। 

এই উদ্দেশ্যের সমর্থনে আমরা যখন তখন সরবে কথা বলি। যখন আমরা বিশ্বাসযোগ্যভাবে দেখি সাংবাদিক, মানবাধিকার কর্মী নিগৃহীত হয় তখন আমরা কথা বলি।

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায় রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান পিটার হাস।

এসময় তিনি জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানান রাষ্ট্রদূত।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়