শনিবার

২৭ জুলাই ২০২৪


১২ শ্রাবণ ১৪৩১,

২০ মুহররম ১৪৪৬

১৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
১৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে লাগাতার ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন এ কর্মসূচি শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চলবে তিন অক্টোবর পর্যন্ত। এতে থাকবে রোডমার্চ ও সমাবেশ।  

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আগামীকাল (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে; ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

১৯ সেপ্টেম্বর: কেরানিগঞ্জের জিন্জিরা ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ
২১ সেপ্টেম্বর: ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ
২২ সেপ্টেম্বর: যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ এবং সারাদেশে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া
২৩ সেপ্টেম্বর: বরিশাল-পটুয়াখালীতে রোডমার্চ এবং ঢাকার নয়াবাজার- আমিনবাজার সমাবেশ
২৬ সেপ্টেম্বর:  খুলনায় রোডমার্চ ও ঢাকায় পেশাজীবী কনভেনশন
২৭ সেপ্টেম্বর: গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লা সমাবেশ
২৯ সেপ্টেম্বর: ঢাকায় মহিলা সমাবেশ

খোকনসহ বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিনখোকনসহ বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন
৩০ সেপ্টেম্বর: শ্রমজীবী কনভেনশন
০১ অক্টোবর: ময়মনসিংহ-কিশোরগঞ্জে রোডমার্চ
০২ অক্টোবর: কৃষক সমাবেশ
০৩ অক্টোবর: কুমিল্লা-চট্টগ্রামে রোডমার্চ

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়