বুধবার

৩১ ডিসেম্বর ২০২৫


১৭ পৌষ ১৪৩২,

১১ রজব ১৪৪৭

করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা

ছবি: করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা

ঢাকা(২৪ ফেব্রুয়ারি): করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। 

বুধবার সকাল ৯টার দিকে তিনি এই টিকা গ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিসহ এই তথ্য জানানো হয়।

দেশে ১ হাজার ৫ কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই সব কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রথম দফায় ৭০ লাখ টিকা নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে ভারতের উপহার ২০ লাখ টিকা। শুরুতে প্রায় তিন কোটি মানুষ পাবেন করোনার টিকা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়