আজরাইলের সাথে বিএনপির পেছনে শয়তানও আছে: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: আজরাইল বিএনপির পেছনে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার (৪ জুন) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, আজরাইলের সাথে বিএনপির পেছনে শয়তানও আছে। তাই শয়তান যার সাথে থাকে, আজরাইল তার কাছে আগে পৌঁছায়। আত্মতুষ্টিতে না ভুগে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ তার। তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো সুযোগ নেই।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে টেনশনে আছেন তাদের টেনশন দূর করতেই প্রধানমন্ত্রী এই ইস্যুতে কথা বলেছেন। যারা আগুন সন্ত্রাস করেছে তাদের তালিকা করা হচ্ছে। উসকানি ও অর্থদাতাদের তালিকাও হবে। সরকারও তথ্য সংগ্রহ করছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বাজেট নিয়ে অনেকেই সরকারের পেশাদার সমালোচক। তারা খোঁজখবর না নিয়েই সমালোচনা করে। যারা রাজনৈতিক সমালোচক তারা না পড়েই সমালোচনা করেছেন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।