বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০২৩


১৩ আশ্বিন ১৪৩০,

১৩ রবিউল আউয়াল ১৪৪৫

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫২, ১ জুন ২০২৩  
প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫ হাজার ৪৪৫ কোটি টাকা বেশি।

আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন তিনি।

গত অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৪০ হাজার ৩৬০ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট ছিল ৩৬ হাজার ৬৫০ টাকা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়