বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তর

ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (১৫ ফেব্রুয়ারি): করোনার টিকার প্রথম ডোজ দেয়ার পর দ্বিতীয় ডোজ দিতে হবে আট সপ্তাহ পর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ গণমাধ্যমকে বলেছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়সীমার পার্থক্য হবে আট সপ্তাহ। 

ইতিমধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যাদের চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে আসতে বলা হয়েছে, তারা কী করবেন জানতে চাইলে মহাপরিচালক বলেন, তাদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে। জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে টিকার ডোজের সময়ের এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

উল্লেখ্য, দেশে টিকা দেওয়া শুরুর পর ইতিমধ্যে ৯ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়