বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে : ওবায়দুল কাদের

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা(১৫ ফেব্রুয়ারি): বিএনপি ১৫ ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আর এখন  তারা গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। 

সোমবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলংকিত অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সব নির্বাচনী প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে শুরু করে।  

শত শহীদের রক্তের অক্ষরে লেখা তিন জোটের রূপরেখা বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি শহীদদের রক্তের সাথে বেঈমানী করেছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়