বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজ্য সরকারের কারণে তিস্তা চুক্তি সম্ভব হচ্ছে না: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২১
রাজ্য সরকারের কারণে তিস্তা চুক্তি সম্ভব হচ্ছে না: ভারতের হাইকমিশনার

বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (১৫ ফেব্রুয়ারি): তিস্তা চুক্তি না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেছেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। তাদের কারণে এ চুক্তি করা সম্ভব হচ্ছে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দোরাইস্বামী বলেন, ‘আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের সময়ে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়’।

সীমান্তে হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়