বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুল বিক্রি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১
ফুল বিক্রি বাড়ছে

ছবি: পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে শাহবাগের একটি ফুলের দোকানে সাজিয়ে রাখা বাহারি ফুল, বিজনেস ইনসাইডার

ঢাকা (১৪ ফেব্রুয়ারি): প্রায় এক বছর পর আনন্দ উৎসবে মেতেছে বাঙালী। অতিমারী করোনাভাইরাসের কারণে গত বছর মার্চের পর থেকেই সবকিছু বন্ধ ছিলো। দেশে কোন বর্ণিল অনুষ্ঠান হয়নি। ফলে ফুল ব্যবসায়ীদেরও কোন বাণিজ্য ছিলো না। কিন্তু নতুন বছরের শুরু থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

বিশেষ করে সামনে ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ফুলের বেচাবিক্রি ভালো হবে বলে জানান ফুল ব্যবসায়ীরা। এছাড়া রবিবার পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষ্যে দীর্ঘদিন পর ফুলের ব্যবসায় কিছুটা প্রাণ ফিরে পেয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।

পাইকারি ফুল ব্যবসায়ী আবু জাফর জানান, ক্রেতা আসলেই আমরা বিক্রি করতে পারি। করোনার প্রকোপ কমে আসার পর বিশেষ করে এই মাস ক্রেতারা খুব আনন্দ নিয়ে আসছেন ফুল কিনতে। আমাদের বিক্রি ভালো হচ্ছে, চাষীরাও ভালো রেট পাচ্ছে তাদের ফুলের।

রবিবার রাজধানীর শাহবাগ, বেইলী রোড ও গুলশানের ফুল বাজার গুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন। রবিবার ভালোবাসা দিবস থাকায় এমনিতেই ফুলের ক্রেতা বেড়ে গেছে। প্রায় সব দোকানেই ক্রেতারা গোলাপ, রজনীগন্ধা, মাউন্ট ফ্লাওয়ার, অর্কিড, জারবেরা সহ বিভিন্ন তোড়া সজ্জিত ফুল গুলোই বেশী ক্রয় করছেন।

শাহবাগে ফুল কিনতে আসা ফুলের ক্রেতা সানজু এই প্রতিবেদককে জানান, ফুলের দাম কিছুটা বেশী। কিন্তু ভালোবাসা দিবসের অন্যতম আকর্ষণ ফুল। প্রিয়জনের জন্য এইসময় ফুল ছাড়া অন্য কোনো উপহার ভাবতে পারি না।

এদিকে, গত প্রায় এক মাস ফুল চাষীরা ভালো ব্যবসা করতে পারেননি। ফলে নতুন বছরে তুলনামূলক ভাবে উৎপাদনও কিছুটা কম। আবার বিদেশি ফুল আমদানিতে খরচ বেশী হচ্ছে। যেকারণে ফুলের দাম কিছুটা বাড়তির দিকে। তবে ফেব্রুয়ারীর বিশেষ দিবসগুলোকে সামনে রেখে ক্রেতারাও এই দাম নিয়ে আপত্তি জানাচ্ছে না।

শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেইন চৌধুরী জানান, আমাদের ফুল ব্যবসায়ীদের সারা বছরের আয়ের একটা বৃহৎ অংশ ফেব্রুয়ারী মাস থেকে আসে। এইবছর আমাদের ব্যবসাও স্বাভাবিক পরিস্থিতিতে আছে। শুধুমাত্র শাহবাগ ফুল মার্কেটের মোট ৫১ টা দোকান মিলিয়ে, এই মাসে দেড় থেকে দুই কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছি।

তিনি আরো জানান্, ফাল্গুন ও ভ্যালেন্টাইন উপলক্ষে বিক্রি ভালো হচ্ছে, ১৬ তারিখ সরস্বতী পূজা ও ২১শে ফেব্রুয়ারীকে কেন্দ্র করে এই বিক্রির পরিমান আরো অনেক বাড়বে।

পুরো দেশের ফুল বিক্রির ধারনা দিতে গিয়ে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, শুধুমাত্র ফেব্রুয়ারীতেই সারাদেশে ৫০ থেকে ৫৫ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ফাল্গুন ও ভালোবাসা দিবসে ক্রেতার সংখ্যা বেশী থাকলেও ২-৩ টি ফুল বা একটি তোড়ার বেশী কিনেন না। কিন্তু মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সারাদেশে ফুলের চাহিদা অনেকাংশে বেড়ে যায়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়