United Commercial Bank (UCB)

শনিবার

০৩ জুন ২০২৩


২০ জ্যৈষ্ঠ ১৪৩০,

১৩ জ্বিলকদ ১৪৪৪

রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫০, ২৩ মার্চ ২০২৩  
রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ব্যয় সংকোচনের অংশ হিসেবে গণভবনে এবারের রমজান মাসে কোনো ইফতার পার্টির আয়োজন থাকছে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

 প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন এতিমদের জন্য যে ইফতার আয়োজন হতো, তা বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়