বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২১  
আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা 

আবহাওয়ার অধিদপ্তর (ফাইল ছবি)

ঢাকা (১০ ফেব্রুয়ারি): দেশের কয়েকটি জেলায় চলমান মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে আরও বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। বুধবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামি তিন দিন (৭২ ঘণ্টা) রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়