সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের ব্যাখ্যা দিয়েছে মায়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
পরররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। (ফাইল ফটো)
ঢাকা (০৬ ফেব্রুয়ারি): সেনা অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে ইয়াঙ্গুনে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে মায়ানমারের সামরিক সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পরররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শনিবার তিনি এ কথা জানান। খবর ইউএনবি।
পররাষ্ট্রমন্ত্রী রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা একটি চিঠি পেয়েছি। তারা আমাদের রাষ্ট্রদূতকে এই চিঠি দিয়েছে।'
চিঠিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার জানিয়েছে, গেল নভেম্বরে অনুষ্ঠিত মায়ানমারের জাতীয় নির্বাচনে প্রায় ১০.৪ মিলিয়ন জাল ভোট পড়েছিল।
রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার পর সামরিক প্রশাসন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে 'যোগাযোগ' করেছে জানিয়ে মোমেন বলেন, 'বিষয়টিকে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে আনার জন্য তাদের মাঝে আস্থা তৈরি করতে রাখাইন রাজ্যে সামরিক জান্তার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর আকাঙ্ক্ষা হিসেবে দেখা হচ্ছে। এগুলো ভালো সংবাদ। এটি একটি ভালো সূচনা।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনের এ সংবাদে কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা আনন্দ প্রকাশ করেছেন।
আল জাজিরার প্রতিবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বাংলাদেশি কিছু ভদ্রলোক আছেন যারা সবসময় জাতিসংঘে এ জাতীয় প্রশ্ন করেন। তিনি বলেন, আল জাজিরা মিথ্যা প্রতিবেদন প্রচারের মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষ এটি বুঝতে পেরেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ থাকলে আমরা তদন্ত করব, কিন্তু ভুয়া কোনো অভিযোগ থাকলে বাদ দেব।






















