Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল আহমেদ

সোমবার

১২ মে ২০২৫


২৯ বৈশাখ ১৪৩২,

১৩ জ্বিলকদ ১৪৪৬

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল আহমেদ

বাসস || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল আহমেদ

ফাইল ফটো

ভোলা, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কোন দিন ফিরে আসবে না।  

তিনি বলেন, বাংলাদেশে কোন দিন আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান ক্ষমতাশীন দলের অধিনেই সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির অবাস্তব দাবির কোন মূল্য নেই।

তোফায়েল আহমেদ আজ শনিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি একটি অত্যাচারি দল উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, বিএনপি ২০০১ সালের পর আমাদের দলের নেতা কর্মীদের উপর অমানবিক অত্যাচার করেছে। তাদের সেই নির্যাতনের কথা এখোনো মানুষ ভোলেনি। লালমোহনে পানির মধ্যে লুকিয়ে থাকা মা-বোনদের তুলে নিয়ে নির্যাতন করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে বিশে^ মর্জাদাশীল দেশ হিসাবে আমরা চিহিৃত হবো।

তোফায়েল আহমেদ বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। তাই দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবো। বর্তমানে আমরা চাই ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রীজ। এই সেতুটি হয়ে গেলে ঢাকা থেকে মাত্র চার ঘন্টায় ভোলায় আসা যাবে। এখানে কল-কারখানাসহ অনেক ইন্ডাস্ট্রি হবে।

পরে তোফায়েল আহমেদ পরানগঞ্জ বিশ্বরোড, জংসন বাজার ও রাজাপুরে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়