শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২০, ২ ফেব্রুয়ারি ২০২৩
নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। তাই বিএনপি বর্তমানে ভোট বর্জন করলেও জাতীয় নির্বাচনে নিশ্চয়ই আসবে।’

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’-এর কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। শুধু রাজনৈতিক নেতা নয়, জনগণও বিষয়টি বুঝে—ভোট ছাড়া ক্ষমতায় আসার কোনো উপায় নেই।’

বিএনপির কোনো সভা-সমাবেশে সরকার বাধা দেয় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সারা দেশে সভা-সমাবেশ করছে। এখন মানুষের রাস্তাঘাট বন্ধ করে শুরু করেছে পদযাত্রা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশ ভালো কাজ করছে। দেশের মানুষ এক বাক্যে স্বীকার করবে। দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও তাদের সেবা বিস্তৃত করছে। মানবসেবায় নিয়োজিত রয়েছে তারা।’

এ সময় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়