United Commercial Bank (UCB)

মঙ্গলবার

২১ মার্চ ২০২৩


৭ চৈত্র ১৪২৯,

২৬ শা'বান ১৪৪৪

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৩  
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম,১ ফেব্রুয়ারি (ইউএনবি)-রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় এ দুর্ঘটনা ঘটে। 

অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশীদ (৬৯) উত্তরার ৬ নম্বর সেক্টরে থাকতেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন।

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির কর্মকর্তা (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেলগেট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন। এসময় তার সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সম্ভবত তিনি বাজার করে বাসায় ফেরার সময় ট্রেনে কাটা পড়েন। আমরা তার সঙ্গে থাকা ভিজিটিং কার্ড দেখে পরিচয় জানতে পেরেছি।

তিনি জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝে নিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

অধ্যাপক রশীদের স্ত্রী ও ছেলে-মেয়েরা কানাডায় থাকেন বলে নিকটজনরা পুলিশকে জানিয়েছেন।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়