বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

কৃষি গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:০০, ৫ ফেব্রুয়ারি ২০২১
কৃষি গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা(০৪ ফেব্রুয়ারি): কৃষি গবেষণায় আরও বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোন উন্নতি হয় না। 

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পরেই কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যে কারণে ১৯৯৮ সালে দেশ প্রথম খাদ্যে স্বয়ং সর্ম্পূন্ন হয়। 

তিনি বলেন, কৃষি উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন বলেই তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুই কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়