শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ নভেম্বর ২০২২  
নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ নভেম্বর): নৌযান শ্রমিকরা তাদের দশ দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। 

আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে ‘শ্রম ভবনে’ অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটি, শিপিং কর্পোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা।

মন্নুজান সুফিয়ান বলেন, বৈঠকে মালিক-শ্রমিকরা তাদের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবি ও সমস্যাগুলো দেখছি। এক মাসের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কমিটি করেছি। এই এক মাস শ্রমিকদের অন্তর্বতীকালীন ভাতা প্রদানের জন্য মালিকপক্ষকে বলেছি।

তিনি আরও বলেন, মাঝখানে একটি পক্ষ বিশৃঙ্খলা করেছে। কয়েক জায়গায় হামলা হয়েছে। গ্রেফতার ও মামলা হয়েছে। মামলাগুলো প্রত্যাহার করা হবে। তাতে আমরা সহযোগিতা করব বলে শ্রমিকদের আশ্বস্ত করেছি।

মাসে সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করাসহ ১০ দাবিতে দেশজুড়ে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা। গত শনিবার ডাকা এই ধর্মঘটে রোববার সকাল থেকে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘাটে আসা যাত্রীরা।

নৌযান শ্রমিকদের ১০ দফা দাবিগুলোর মধ্যে আরও রয়েছে-  নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, . নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা ইত্যাদি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়