মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে: বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৭, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:১৪, ১ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে: বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা (১ ফেব্রুয়ারি): মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আশাবাদ ব্যক্ত করা হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে।

এতে আরো বলা হয়, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসাবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। মিয়ানমারের সাথে আমাদের পারস্পারিক সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং স্থায়ী প্রত্যাবাসনের ব্যাপারে আমরা মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি এই প্রক্রিয়া অব্যহত থাকবে।

উল্লেখ্য, সোমবার ভোরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে সেনাবাহিনী আটক করে। এছাড়া সেনাবাহিনী এক বছরের জন্যে দেশে জরুরি অবস্থা জারি করে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়