সাংবাদিক রায়হান চৌধুরী মারা গেছেন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (২২ অক্টেবর): ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য ও ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র নিউজ কনসাল্টেন্ট রায়হান এম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার দুপুরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রায়হান চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্তান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এশার নামাজের পর ঢাকার শান্তিনগর নিজবাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রায়হান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এক শোক বার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।