সোমবার

২৯ ডিসেম্বর ২০২৫


১৫ পৌষ ১৪৩২,

০৯ রজব ১৪৪৭

একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৬, ২৮ জানুয়ারি ২০২১  
একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা (২৮ জানুয়ারি): একুশে বই মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেছেন, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জালাল আহমেদ বলেন, সকালে মেলা পরিচালনা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মেলা আগামী ১৮ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে ২৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়