শুক্রবার

১৯ সেপ্টেম্বর ২০২৫


৪ আশ্বিন ১৪৩২,

২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৯, ৩ অক্টোবর ২০২২  
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়ীয়া (০৩ অক্টোবর): আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি, সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।

 আখাউড়ার রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়