মঙ্গলবার

২১ অক্টোবর ২০২৫


৬ কার্তিক ১৪৩২,

২৮ রবিউস সানি ১৪৪৭

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২২  
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ সেপ্টেম্বর): দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৪৬০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন করে ডেঙ্গু শনাক্তদের মধ্যে ৩২০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৪০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে এক হাজার ৩১৪ জন ঢাকার মধ্যে এবং ৪২৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৩৯১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৩ হাজার ৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ১০ হাজার ৫০ জন ঢাকার এবং বাকি দুই হাজার ৯৮০ জন ঢাকার বাইরের বাসিন্দা।

মঙ্গলবার একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৪ জনে পৌঁছেছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়